রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ রাখতে নির্বাচন কমিশন অতিরিক্ত আরও ৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে চারটি কেন্দ্রে মোট আশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। এর মধ্যে বাহাত্তর কোম্পানি বাহিনী নির্বাচনের দিন ভোট গ্রহণ কেন্দ্র ও বাকি আট কোম্পানি বাহিনী গণনা কেন্দ্র এবং স্ট্রংরুমের নিরাপত্তার দায়িত্বে থাকবে বলে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে গতকাল রাজ্য সরকারকে চিঠি দিয়ে জানানো হয়েছে। উল্লেখ্য আগামী ৩০ অক্টোবর রাজ্যের নদীয়ার শান্তিপুর, উত্তর ২৪ পরগনার খড়দা, দক্ষিণ ২৪ পরগনার গোসাবা এবং কোচবিহারের দিনহাটা কেন্দ্রে নির্বাচনের জন্য ইতোমধ্যেই সাতাশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে এবং তাঁরা রুটমার্চ শুরু করেছে।
Auto Amazon Links: No products found.