সম্প্রতি বাংলাদেশে সনাতন ধর্মের সাধু সন্ন্যাসী দের প্রানহানি ঘটেছে ও সনাতনী দের উপর যে অত্যাচার ঘটেছে তার প্রতিবাদে এবার পথে নামল নবদ্বীপ সনাতন সন্ত সমাজ। শুক্রবার বিকালে সনাতন সন্ত সমাজের ডাকে বিভিন্ন হিন্দু সংগঠনের সদশ্য ও নবদ্বীপের সাধারন মানুষ নবদ্বীপ ধাম, রাধা বাজার পার্ক হইতে প্রাচীন মায়াপুর নিমাই জন্ম স্থান আশ্রম পর্যন্ত পদযাত্রায় পা মেলান। পদযাত্রায় নেত্রিত্ত্ব দেন নবদ্বীপ সন্ত সমাজের, সভাপতি, স্বামী অবধূত নিত্যাযুক্ত মহারাজ। সম্পাদক, দিব্যঞ্জানানন্দ মহারাজ ও জগৎতারন মহারাজ, বিশ্ব হিন্দু পরিষদের নবদ্বীপের সভাপতি, রাতুল গোষ্মামী। ও সম্পাদক সচ্চিদানন্দ দাস বাবাজী মহারাজ। নিত্য যুক্ত মহারাজ বলেন,নবদ্বীপ সনাতন সন্ত সমাজের আয়োজনে সম্প্রতি বাংলাদেশে সনাতন ধর্মের সাধু সন্ন্যাসী দের প্রানহানি ঘটেছে ও সনাতনী দের উপর যে অত্যাচার ঘটেছে,এই দুঃখ জনক ঘটনায় আমরা সম ব্যেথী, নিহত সনাতনী দের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে, এবং পশ্চিম বঙ্গে শান্তি ও সম্প্রতি বজায় রাখার আহবানে নবদ্বীপ স্থিত সাধু সন্ত ও সুনাগরিক উপস্থিতি তে এই মহাজাগরন পদযাত্রা।