পুরুলিয়া জেলায় এক হাজার ৭৭টি “শিশু আলয়”-এর উদ্বোধন করল প্রশাসন। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে সুপরিকল্পিতভাবে সাজিয়ে শিশুদেরকে খেলার ছলে প্রাথমিক শিক্ষার পাঠ দেওয়ার জন্যই এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। পুরুলিয়া জেলায় পুঞ্চা ব্লকের গঙ্গারডি গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গতকাল “শিশু আলয়” এর প্রতীকী উদ্বোধনের মধ্য দিয়ে জেলার ১০৭৭টি “শিশু আলয়ের’ পথ চলা শুরু।
Auto Amazon Links: No products found.