আসন বৃদ্ধির দাবি টিএমসিপির


বৃহস্পতিবার,২৫/১১/২০২১
441

আসন বৃদ্ধির দাবি টিএমসিপির। উচ্চমাধ্যমিকে ১০০% ছাত্রছাত্রী পাশ করায় কলেজে ভর্তির ক্ষেত্রে সমস্যায় পড়েছে ছাত্রছাত্রীরা। শিলিগুড়ি মহকুমার বিভিন্ন কলেজে আসন নির্দিষ্ট, কিন্তু তার থেকে অনেক বেশি ছাত্রছাত্রী উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে। ফলে ভর্তি নিয়ে সমস্যা দেখা দিয়েছে। তবে মূলত পাশকোর্সেই এই সমস্যা। সমাধানের জন্য প্রতিটি কলেজের আসনসংখ্যা বৃদ্ধির দাবি নিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে একটি ডেপুটেশন দিয়েছিল তৃণমূল ছাত্র পরিষদ। তার পরেই শিলিগুড়ি মহকুমার বিভিন্ন কলেজ পাশকোর্সের আসনসংখ্যা বাড়ানোর জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে আবেদন জানায়। তাতে সাড়া দিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় বিভিন্ন কলেজে পাশকোর্সে আসনসংখ্যা বাড়ায়। ব্যতিক্রম শিলিগুড়ি কলেজ। মহকুমায় সবথেকে বেশিসংখ্যক ছাত্রছাত্রী এখানেই পড়ে। ফলে ভর্তি হওয়ার চাপ বেশি। কিন্তু আসনসংখ্যা ভর্তি হয়ে যাওয়ায় অনেকেই ভর্তি হতে পারেনি। তাই বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে কলেজের অধ্যক্ষকে একটি স্মারকলিপি দেওয়া হয় পাশকোর্সের আসনবৃদ্ধির দাবিতে। যুক্তি ছিল, সব কলেজে আসনবৃদ্ধি করা হয়েছে, শিলিগুড়ি কলেজে হবে না কেন!

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট