উষ্ণায়নের জের।আগামী ৫০ থেকে ৬০ বছরের মধ্যেই তুভালু চলে যাবে সম্পূর্ণরূপে জলের নিচে। রাষ্ট্রসংঘ জানিয়েছে, বিশ্ব উষ্ণায়নের শিকার ওশেনিয়ার এই দ্বীপরাষ্ট্র। সমুদ্র থেকে ৪ থেকে ৫ মিটার উপরে অবস্থিত এই দেশটি। এখানে লবণাক্ত জল দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। জলস্তর বাড়তে বাড়তে দ্বীপের স্থলভাগের অনেক অংশই এখন সমুদ্রের গ্রাসে চলে গিয়েছে। আগামী দিনে পরিস্থিতি আরও সঙ্গীন হবে বলে জানিয়েছে রাষ্ট্রসংঘ। বিজ্ঞানীরা জানাচ্ছেন, প্রতিবছর গড়ে তুভালুর ৩.৯ মিলিমিটার জমি ডুবে যাচ্ছে সমুদ্রে। বিগত ১০ থেকে ১৫ বছর ধরে এখানকার স্থায়ী বাসিন্দারা সমুদ্রের বড় পরিবর্তন লক্ষ করছেন।
Auto Amazon Links: No products found.