আজ সংবিধান দিবস। গণপরিষদে ২৮৪ জন সদস্যের স্বাক্ষরের মধ্য দিয়ে ১৯৪৯ সালে আজকের দিনেই ভারতে বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান গৃহীত হয়। ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি সংবিধান কার্যকর হয়। এর মাধ্যমে দেশের নাগরিকদের ন্যায়বিচার, সাম্য, স্বাধীনতা সুনিশ্চিত করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, স্বাধীনতা আন্দোলনে অধিকারের জন্য লড়াই করার সময়ও মহাত্মা গান্ধী জাতিকে কর্তব্যের জন্য প্রস্তুত করার চেষ্টা করেছিলেন। দেশ স্বাধীনের পর দায়িত্ব পালনে জোর দিলে ভালো হতো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আমাদের সংবিধান শুধু বহু অনুচ্ছেদের সমষ্টি নয়, আমাদের সংবিধান সহস্রাব্দের মহান ঐতিহ্য। এটি সেই অবিচ্ছিন্ন স্রোতের একটি আধুনিক অভিব্যক্তি। উপরাষ্ট্রপতি এম. ভেঙ্কাইয়া নাইডু বলেছেন, সদস্যবৃন্দ, ভাই ও বোনেরা আজ আমরা সকলেই সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করতে এখানে সমবেত হয়েছি, যেদিন ১৯৪৯ সালে গণপরিষদ দ্বারা ভারতের সংবিধান গৃহীত হয়েছিল। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেছেন, প্রায় সাত দশকের স্বল্প ব্যবধানে ভারতের জনগণ গণতান্ত্রিক উন্নয়নের এমন এক বিস্ময়কর কাহিনী রচনা করেছেন যা সমগ্র বিশ্বকে স্তম্ভিত করেছে। আমি বিশ্বাস করি যে এই উন্নয়ন যাত্রা আমাদের সংবিধানের শক্তিতে এগিয়ে চলেছে।

Best Deals starting from 149
Best Deals on BISS products
Best Deals starting from 129
Cases and Cover starting from 119
Offers on Pet Food
Backpacks and Travel Accessories from Fur Jaden starting Rs. 299
High On Features Low on Price: Smart Watches from Gionee & More