পরীক্ষায় পাশ বালাসন সেতু


মঙ্গলবার,৩০/১১/২০২১
474

পরীক্ষায় পাশ বালাসন সেতু। নির্ধারিত সময়ের আগেই শেষ হল সেতুর কাজ। প্রথম দিনে পরীক্ষামূলক ৪৭ টন মাল বোঝাই গাড়ি পারাপারের মধ্য দিয়ে সেতুর ক্ষমতা যাচাই করে দেখা হয়। পরীক্ষামূলকভাবে গণপরিবহণ হিসেবে চালানো হয় সিটি অটো। ড্রোন উড়িয়ে সেতুর অবস্থা যাচাই করা হয়। সেতুর পরীক্ষামূলক যাত্রা পর্যবেক্ষণ করে ফিটনেস রিপোর্ট দেন পূর্ত দফতরের এনএইচ ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারি রাজেশকুমার সিনহা ও এনএইচ সার্কেল তিনের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার রাজেন্দ্র কুমার। শিলিগুড়ি প্রবেশের মুখে বালাসন ঘিরে নয়া আঙ্গিকে ট্রাফিক পরিকল্পনাকে সামনে রাখছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। বালাসন সেতুর ওপর ক্ষতিগ্রস্ত অংশে বেইলি সেতুর পাশাপাশি নদীর ওপর জরুরি ভিত্তিতে অস্থায়ী সার্ভিস রোড তৈরির কাজ চলছে জোরকদমে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট