সাধারণ গ্রামবাসী এবং কৃষিকে ক্ষতির হাত থেকে বাঁচাতে বনদপ্তর বন্যপ্রাণীর গতিবিধির ওপর নজর রাখতে বুনো হাতি ও চিতাবাঘের গলায় রেডিও কলার পড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এইজন্যে বনদপ্তরের তরফে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে দেরাদুনের ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়াকে সমীক্ষার জন্য লিখিত প্রস্তাব পাঠানো হয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। প্রাথমিকভাবে উত্তরবঙ্গের বিভিন্ন বনাঞ্চলে থাকা তিনশো বুনো হাতি এবং চারশো র বেশি চিতাবাঘকে রেডিও কলার পড়ানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে বনদপ্তরের এক আধিকারিক জানিয়েছেন।
বন্যপ্রাণীর গতিবিধির ওপর নজর রাখতে বুনো হাতি ও চিতাবাঘের গলায় রেডিও কলার
বুধবার,০১/১২/২০২১
5953