ঘূর্ণিঝড় জাওয়াদ-এর প্রভাব শুরু হয়ে গেছে দক্ষিণ ২৪ পরগনাতে


রবিবার,০৫/১২/২০২১
680

ঘূর্ণিঝড় জাওয়াদ-এর প্রভাব শুরু হয়ে গেছে দক্ষিণ ২৪ পরগনাতে। জেলা প্রশাসন-এর পক্ষ থেকে নিচু এলাকা থেকে ১৫ হাজার মানুষকে সরিয়ে নিয়েছে। সকাল থেকে মেঘে ঢেকে যায় আকাশ। নাগাড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে। রাতে বৃষ্টির পরিমাণ বাড়ার আশঙ্কা করা হচ্ছে। অমাবস্যার কোটাল থাকায় বকখালি, সাগরের সমুদ্র সকাল থেকে উত্তাল ছিল। সুন্দরবনের নদী ও সমুদ্রে পর্যটকদের নামতে নিষেধ করা হয়েছে। সব হোটেল, লজের বুকিং আগামী তিন দিন বাতিল করতে বলা হয়েছে। নতুন করে পর্যটকদের আসতে বারণ করা হয়েছে। শনিবার নামখানার বিডিও শান্তনু সিংহ ঠাকুরের নেতৃত্বে উপকূল রক্ষী বাহিনী, সিভিল ডিফেন্সের কর্মীরা বকখালি সমুদ্রতটে মাইকিং করে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করে। ব্লকস্তর থেকে কন্ট্রোলরুম খোলা হয়েছে। যোগাযোগ থাকছে সব পঞ্চায়েতের সঙ্গে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট