বিরাটদের প্রশংসায় পঞ্চমুখ টিম ইন্ডিয়ার সদ্য প্রাক্তন কোচ রবি শাস্ত্রী


সোমবার,০৬/১২/২০২১
740

নিউজিল্যান্ডকে হারিয়ে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান পুনরুদ্ধার করছেন বিরাট কোহলিরা। আর এই পারফরম্যান্সের পর বিরাটদের প্রশংসায় পঞ্চমুখ টিম ইন্ডিয়ার সদ্য প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। খুব বেশিদিন হয়নি, জাতীয় দলের দায়িত্ব ছেড়েছেন। তবে ভারতের সাফল্য যে এখনও তাঁকে নাড়া দেয়, সেটা সোমবার শাস্ত্রীর মন্তব্যেই স্পষ্ট। তিনি বলেন, ‘‘আমি মনে করি, গত পাঁচ বছরে বিশ্বের কোনও দলকে যদি টেস্ট ক্রিকেটের দূত হিসেবে চিহ্নিত করা হয়, তাহলে সেটা এই ভারতীয় দল। বিরাট নিজে টেস্ট ক্রিকেটকে প্রচণ্ড গুরুত্ব দিয়ে থাকে। তবে লাল বলের ক্রিকেটে ভারতের ধারাবাহিকতা নিশ্চয়ই বাকিদের অবাক করে। কারণ ভারতীয় ক্রিকেটাররা গোটা বছরে আইপিএল-সহ যত সাদা বলের ম্যাচ খেলে, তাতে অবাক হওয়াই স্বাভাবিক।’’ শাস্ত্রী এর সঙ্গে আরও যোগ করেছেন, ‘‘যদি প্রশ্ন করেন, তাহলে বর্তমান ভারতীয় দলের ৯৯ শতাংশ ক্রিকেটারই বলবে, ওদের পছন্দের ফরম্যাট টেস্ট ক্রিকেট। আর এই কারণেই গত পাঁচ বছর ধরে টেস্টে এই দলটা রাজত্ব করছে। প্রতি বছরই আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকছে।’’

Affiliate Link কলকাতার খবর | Kolkata News
Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট