চলছে মাদলের মহড়া


সোমবার,০৬/১২/২০২১
629

চলছে মাদলের মহড়া। আদিবাসী মুখোশে সেজে বারবার দেখে নেওয়ার পালা। নাচের ছন্দে পা মিলিয়েছেন আদিবাসী মহিলারা। এলাকাজুড়ে আনন্দ। উদ্দীপনা। মুখ্যমন্ত্রী আসছেন। তাঁকে স্বাগত জানাতেই মেতে উঠেছে রায়গঞ্জ। জেলাসফরে মালদহে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রায়গঞ্জের কর্ণজোড়া অডিটোরিয়ামে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানাতে সোমবার সভাস্থলের বাইরে সারাদিন চলল লোকশিল্পীদের মহড়া। ছিলেন জেলা তথ্য ও সাংস্কৃতিক দফতরের আধিকারিকরা। সোমবার সকাল থেকেই মুখ্যমন্ত্রীর সভাস্থল সাজিয়ে তুলতে পুলিশ ও প্রশাসনের ব্যস্ততা ছিল তুঙ্গে। শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিলেন লোকশিল্পীরাও। লোকশিল্পী চৈতু রায় বলেন, ‘‘মুখ্যমন্ত্রী আসছেন। আমাদের অভিভাবক। তাঁকে কখন স্বাগত জানাব সেই অপেক্ষায় আছি।’’ আর এক শিল্পী অপর্ণা বর্মন বলেন, ‘‘উন্নয়ন কী তা দেখিয়েছেন মুখ্যমন্ত্রী। আমরা ওঁর কাছে কৃতজ্ঞ।’

Affiliate Link কলকাতার খবর | Kolkata News
Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট