বিজেপি গোটা দেশ তো বটেই বিশেষত পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িকতার বিষ ছড়াতে চায় ?


সোমবার,০৬/১২/২০২১
868

সংহতিসভায় ঐক্যের বার্তা , বিজেপি গোটা দেশ তো বটেই বিশেষত পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িকতার বিষ ছড়াতে চায়। বিভেদের রাজনীতি ওদের একমাত্র এজেন্ডা। তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ এই নীতির বিরুদ্ধে লড়াই করছে। তারই পদক্ষেপ হিসেবে জাতীয় ঐক্য ও ধর্মীয় সংকীর্ণতার বিরুদ্ধে বার্তা দিতে সোমবার পুরুলিয়া মফস্‌সল থানার হুটমুড়া গ্রামে হল সংহতি-সভা। তৃণমূল সংখ্যালঘু সেল আয়োজিত এই সভায় ছিলেন সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক খালিদ এবাদুল্লা, জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমেন বেলথরিয়া, রাজ্য সাধারণ সম্পাদক শান্তিরাম মাহাতো, জেলা সংখ্যালঘু সেলের সভাপতি শেখ রহমামিন প্রমুখ। বাবরি মসজিদ ধ্বংসের এই কালো দিনটিকে সংহতি দিবস হিসেবে পালন করা হয়। ধর্মীয় বিভাজনের রাজনীতির হাত ধরে ঘটে যাওয়া সেই ঘটনার প্রসঙ্গ তুলে বাংলার ঐক্যের ঐতিহ্য তুলে ধরেন এবাদুল্লা। সৌমেন বেলথরিয়া বলেন, প্রতিটি এলাকায় জনবিন্যাস দেখে তাঁরা পঞ্চায়েতে প্রতিনিধি দেওয়ার বিষয়টি দলকে বিবেচনা করতে বলবেন। পুরুলিয়ায় ধর্মীয় সংহতি দেশে উদাহরণ হতে পারে, দাবি করেন তিনি।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News
Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট