নতুন সংক্রমনের প্রেক্ষিতে কেন্দ্র সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে জেলা স্তরে কার্য্যকর কন্টেনম্যান্ট ব্যবস্থা বলবত করা এবং কোভিড পরিস্থিতির উপর কঠোর নজর রাখতে বলেছে। সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিব ও প্রশাসকদের লেখা চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ বলেছেন, কোনও জেলায় সংক্রমণে বৃদ্ধি বা সংক্রমণ হার বৃদ্ধির ঘটনা সামনে এলে স্থানীয় পর্যায়ে নিয়ন্ত্রণ জারি করতে হবে। সব জায়গায় কোভিড আচরনবিধি সঠিকভাবে মেনে চলে হচ্ছে কিনা সেদিকে নজর রাখার উপরেও তিনি জোর দিয়েছেন।
সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে জেলা স্তরে কার্য্যকর কন্টেনম্যান্ট ব্যবস্থা
রবিবার,১২/১২/২০২১
508