ল্যাবে হানা প্রশাসনের


বুধবার,১৫/১২/২০২১
572

যেখানে-সেখানে গজিয়ে উঠেছে প্যাথলজি ল্যাব। অনেকক্ষেত্রেই নমুনার রিপোর্ট সঠিক আসে না বলে বহু অভিযোগও রয়েছে। এবার এই সমস্ত প্যাথলজি ল্যাবগুলির বৈধতা যাচাইয়ে অভিযান চালাল প্রশাসন। কোচবিহারের ১৫টি প্যাথলজি ল্যাব পরিদর্শন করে প্রশাসনের একটি প্রতিনিধি দল। কোচবিহার সদর মহকুমার শাসক সেখ রাকিবুর রহমানের নেতৃত্বে কোতোয়ালি থানার পুলিশ এবং জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে এই অভিযান চালানো হয়। ল্যাবগুলির কাগজপত্র, যন্ত্রপাতি, লাইসেন্স এবং পরিকাঠামোর পাশাপাশি ল্যাবে যাঁরা কর্মরত তাঁদের শিক্ষাগত যোগ্যতাও খতিয়ে দেখা হয়। পরিদর্শনের পর সেখ রাকিবুর রহমান জনান, “৭টি প্যাথলজি ল্যাব প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি। তাদের একদিন সময় দেওয়া হয়েছে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে এই ল্যাবগুলিকে প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কাগজ দেখে সন্তুষ্ট না হলে নেওয়া হবে ব্যবস্থা।’’

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট