কলকাতা পৌরসভা নির্বাচনে ভোটকেন্দ্রে ২০০ মিটারের মধ্যে থাকছে ১৪৪ ধারা


বৃহস্পতিবার,১৬/১২/২০২১
572

কলকাতা পৌরসভা নির্বাচনে ভোটকেন্দ্রে ২০০ মিটারের মধ্যে থাকছে ১৪৪ ধারা। আজ 16ই ডিসেম্বর আলিপুরের প্রশাসনিক ভবনে এক সাংবাদিক সম্মেলনে জেলা শাসক পি. উল্গানাথন ও কলকাতা পৌরসভার নির্বাচনী আধিকারিক রা সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। পি.উল্গানাথন বললেন, ১৬ টি বোরোর ১৪৪ টি ওয়ার্ডের মোট 950 জন দলীয় প্রতীকে লড়ছেন এবং ২৭৮ জন তার মধ্যে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ৪৯৫৯টি ভোট গ্রহণ কেন্দ্র থাকছে মোট ভোটার সংখ্যা ৪০ লাখ ৪৮ হাজার ৩৫৭ জন। বোরো আটের ৬৯ নম্বর ওয়ার্ড এবং ১০ নম্বর বোরোর ০৩ নম্বর ওয়ার্ডে মহিলা ভোটকেন্দ্র হচ্ছে।

মহিলা পুলিশ সহ মহিলা কর্মী দিয়ে ভোট গ্রহণ করা হবে। ৪০০০ স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হচ্ছে প্রতি বোরো তে একজন করে দায়িত্বে থাকবেন এছাড়া নির্বাচনের পরে ২১শে ডিসেম্বরে ভোট গণনা হবে। ১১ টি ভোট গণনা কেন্দ্রে ৭৮৬ টি সংবেদনশীল ভোটকেন্দ্রগুলো রয়েছে বলে জেলাশাসক জানালেন। সিসিটিভি ছাড়াও থাকছে রাজ্য পুলিশ কলকাতা পুলিশ ও সরকারি আধিকারিক বৃন্দ দায়িত্বে থাকছেন। সম্পূর্ণ পথকে সুগম পরিচালনা করার জন্য মোট ৩২ টি অ্যাম্বুলেন্সকে রাখা হয়েছে এবং প্রতি বোরো তে দুটো করে এম্বুলেন্স মজুদ করা থাকবে। 8 লক্ষ মাস্ক বিতরণ করা হবে। আর ২৬ হাজার ভোট কর্মী নিয়োগ করা হচ্ছে এছাড়াও শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করার জন্য প্রশাসন তৎপর রয়েছে বলে জেলা শাসক পি.উল্গানাথন জানালেন। ৪৪০০ টি থার্মাল গান থাকছে ভোটকেন্দ্রে। ভোট দিতে আসা ব্যক্তিদের দেহে তাপমাত্রা মাপা হবে এছাড়া অতিরিক্ত গ্লাভস এবং স্যানিটাইজার দেওয়া হবে। ৫০ টি নাকা চেকিং থাকবে, ডায়মন্ডহারবার হাওড়া বিধান নগর এইসব অঞ্চলে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট