স্কুল অফ বায়োসায়েন্স- এর উদ্যোগে আবিষ্কৃত, করোনা নির্ণায়ক যন্ত্র “কোভিরাপ”


সোমবার,২০/১২/২০২১
472

আইআইটি খড়্গপুরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং স্কুল অফ বায়োসায়েন্স- এর উদ্যোগে আবিষ্কৃত, করোনা নির্ণায়ক যন্ত্র “কোভিরাপ”, নতুন বছরে বাজারে আসতে চলেছে।মাত্র ৪৫ মিনিটে করোনা পরীক্ষার ফলাফল জানা সম্ভব “কোভিরাপ” ডিভাইসের মাধ্যমে। রাইবো নিউক্লিক অ্যাসিড (RNA) পরীক্ষা দ্বারা নিখুঁত করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যাচ্ছে, যে রিপোর্ট RTPCR ফলাফলের সমতুল্য।এতদিন করোনা পরীক্ষার জন্য RTPCR এবং রেপিড অ্যান্টিজেন পরীক্ষাই ছিল একমাত্র ভরসা।নতুন বছরেই স্বল্পমূল্যে বাণিজ্যিকভাবে বাজারে আসতে চলেছে। এজন্য আইআইটি কর্তৃপক্ষের সঙ্গে প্রযুক্তি সংক্রান্ত বিনিময়ও সম্পন্ন হয়েছে কয়েকটি কোম্পানির। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সুমন চক্রবর্তী জানান, এই যন্ত্রের সাহায্যে স্বল্প খরচে নির্ভুল করোনা রিপোর্ট পাওয়া আরো সহজলভ্য হবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট