এ এক অন্য রকম মৃত্যুবার্ষিকী


সোমবার,০৩/০১/২০২২
852

বারাসাত : বারাসাত নবপল্লী শিবমন্দির এলাকার বাসিন্দা তিমির বরণ গুপ্তর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পথশিশু, ভবঘুরে ও অসহায় মানুষকে বসে খাওয়ানোর ব্যবস্থা করলেন তাঁর পরিবার। রবিবার হৃদয়পুর নবসোপান প্রাঙ্গনে তাঁর মেয়ে অরিজিতা গুপ্ত, ভাইজি শ্রীনিতা, ভাইপো সুকল্যান সহ তাঁর পরিবারের সদস্যরাই অসহায়দের এদিন খাবার পরিবেশন করেন। এদিন প্রয়াত তিমির বরণ গুপ্তকে স্মরণ করে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, ছিলেন বারাসতের তৃণমূল নেতৃত্ব অশনি মুখার্জি, চিকিৎসক ডাঃ বিবর্তন সাহা, হৃদয়পুর নবসোপানের সম্পাদিকা রত্না রায়, সৌভিক ভট্টাচার্য, সুপর্ণা মন্ডল সহ বিশিষ্টজনেরা। এদিন এখানে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন প্রয়াত তিমির বরণ গুপ্তর মৃত্যু বার্ষিকী উপলক্ষে তাঁর মেয়ে আরিজিতা গুপ্ত অসহায় মানুষদের জন্য যে আয়োজন করলো তা এক কথায় দৃষ্টান্ত।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট