কবিতা: বঙ্গন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন


মঙ্গলবার,১১/০১/২০২২
6759

বাহাত্তরের ১০ জানুয়ারি
সবাই ছুটছে তড়িঘড়ি
চুরে সব প্রতিক্ষার প্রহর,
সব উৎসবের সীমা গেছে ছাড়ি!
ঐ আসছে জীবন্ত কিংবদন্তী
দুর্মর বাঙ্গালীর বন্ধুবর;
বঙ্গবন্ধু শেখ মুজিবুর!

একটি ছবি! একটি ইতিহাস,
একটি দেশ, একটি স্লোগান,
একটি ঘুম ভাঙানোর গান;
বাংলার নব সূর্যদোয়ে আজ
বিশ্বে বাংলার জয়গান!
আকাশে বাতাশে ধ্বনিছে
জয় বাংলার তান!

প্রতীক্ষার প্রহর কেটেছে
কেটেছে ঘুটঘুটে অন্ধকার!
পথে প্রান্তরে উল্লাসিত জনতার
তাই বাঁধ ভাঙ্গা জোয়ার!
মৃত্যুকূপ থেকে বীর বেশে ফিরছে
ঐ দেখো রাজকুমার!

যারা ছিলো দূরে তাঁরা ঘরে ঘরে
শুনছে আকাশ বানী ও বেতারে
প্রতীক্ষার প্রহর গুনছে,
ত্বর সইছে না, ত্বরা করো;
কোথায় দেব দুলাল?
কোথায় আলী যাকের
আগমনী সুসংবাদ পাঠ করো!

ঐ যে দূরে জনতার ভীড়ে
রূপকথার রাজপুত্রের শকট!
জনস্রোতের মাঝে মুক্তার ঝিলিক
আহা কি নন্দিত দৃশ্যপট!

মম উন্নত শীরের মত
গ্রীবা টান টান করে
সগর্বে মহানায়ক দাড়িয়ে ;
বীর সংশপ্তক পারিষদ ঘিরে
বাংলার বন্ধু মুজিব আসছে
ছাউনি বিহীন গাড়ীতে চড়ে
সে কি দৃশ্য বাপ রে!

এমন মহতি জয়োৎসব
দেশে বিদেশে গর্বে
কে দেখেছে কবে ভবে!
এ দৃশ্য রবে চির অনুভবে
বাঙ্গারী মনের মুকুরে গৌরবে!

কবিতাঃ ঐ আসছে কিংবদন্তী
কাব্যগ্রন্থঃ বাঁশীওয়ালা
এ কে সরকার শাওন
শাওনাজ ভবন, উত্তরখান, ঢাকা।
১০ জানুয়ারি ২০২২

এ কে সরকার শাওন

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট