বিজেপির একাধিক বিধায়ক ও নেতা বৈঠকে বসলেন দলের রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে


শনিবার,১৫/০১/২০২২
597

বিজেপির একাধিক বিধায়ক ও নেতা বৈঠকে বসলেন দলের রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে। এক্সাইডে কলকাতা পোর্ট ট্রাস্টের গেস্ট হাউসে এই বৈঠক শুরু হয়েছে। বৈঠকে আছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। বৈঠকে যোগ দিয়েছেন হরিণঘাটার বিধায়ক অসীম সরকার, রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী, কৃষ্ণগঞ্জের বিধায়ক আশীষ কুমার বিশ্বাস, গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর, বনগাঁর বিধায়ক অশোক কীর্তনীয়া। বৈঠকে যোগ দিয়েছেন বিজেপির পুরনো রাজ্য কমিটির পরিচিত মুখ সায়ন্তন বসু, জয়প্রকাশ মজুমদার, রাজু বন্দ্যোপাধ্যায়, রীতেশ তেওয়ারিরা। এছাড়াও বিভিন্ন জেলার পদাধিকারীরা বৈঠকে যোগ দিয়েছেন বলে খবর। বর্তমান রাজ্য কমিটির বিরুদ্ধে এই বৈঠক বলে জানা যাচ্ছে। এদিকে বিজেপির শাসক গোষ্ঠীর পক্ষ থেকে গেস্টহাউজের বাইরে একাধিক ব্যানার টাঙানো দেয়া হয়েছে। যেখানে বিক্ষুব্ধ নেতাদের উদ্দেশ্যে বিভিন্ন মন্তব্য করা হয়েছে। বিক্ষুব্ধদের পচা নেতা তৃণমূলের এজেন্ট বলে উল্লেখ করা হয়েছে ওই পোস্টারে। তুঙ্গে উঠেছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট