অফলাইনে পঠন-পাঠন শুরু করার জন্য রাজ্য সরকার গঠিত শিক্ষা সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটি


রবিবার,২৩/০১/২০২২
726

বিদ্যালয়গুলিতে অফলাইনে পঠন-পাঠন শুরু করার জন্য রাজ্য সরকার গঠিত শিক্ষা সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটি ভাবনাচিন্তা শুরু করেছে। নবান্ন সূত্রে জানা গেছে, স্কুল খোলা নিয়ে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদিকে যে চিঠি দেওয়া হয়েছে, কমিটি সেই প্রস্তাব বিবেচনা করে দেখবে। এছাড়াও ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিয়েও তারা খুব শীঘ্রই স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গেও আলোচনা করবে বলে জানা গিয়েছে। কমিটির মতামত পাওয়ার পরই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। উল্লেখ্য দীর্ঘদিন বন্ধ থাকার পর গত বছর ১৬ ই নভেম্বর নবম থেকে একাদশ শ্রেণী পর্যন্ত অফলাইন ক্লাস চালু করা হয়। কিন্তু করোনার প্রকোপ বাড়তে থাকায় তেসরা জানুয়ারি থেকে তা আবার বন্ধ করে দেওয়া হয়েছে। সামনেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলি অবিলম্বে খুলে দেওয়ার দাবিতে বিরোধী রাজনৈতিক দল, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকরা সরব হয়েছেন।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট