রিজিওনাল আউটরেচ ব্যুরো আজ চারটি মোবাইল ভ্যান সূচনা


শুক্রবার,০৪/০২/২০২২
405

কোভিড প্রোটকল সম্পর্কে মানুষকে সচেতন করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীন রিজিওনাল আউটরেচ ব্যুরো আজ চারটি মোবাইল ভ্যান সূচনা করেছে। মোবাইল ভ্যানের উদ্বোধন করেন, ব্যুরো অফ আউটরেচ এবং কমিউনিকেশনস -এর প্রিন্সিপাল ডায়রেক্টর জেনারেল সত্যেন্দ্র প্রকাশ। তিনি বলেন, আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। করোনার তৃতীয় ঢেউয়ে কোভিড বিধি মেনে চলা এবং টিকা নেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে মানুষকে আরও বেশি সচেতন করতে সারা দেশের সঙ্গে এরাজ্যেও এই ধরনের মোবাইল ভ্যান চালু করা হয়েছে। মোবাইল ভ্যানগুলি কলকাতা ও সংলগ্ন এলাকায় গিয়ে মানুষকে সচেতন করবে। ভ্যানে অডিও এবং ভিডিও উভয় মাধ্যমে প্রচারের ব্যবস্থা থাকলেও করোনা সংক্রমণের কারণে শুধুমাত্র অডিওর মাধ্যমে সচেতনতা প্রচার চালানো হবে। জেলাগুলিতেও শীঘ্রই এই পরিষেবা চালু করা হবে বলে শ্রী প্রকাশ জানিয়েছেন।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট