বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ‘আত্মনির্ভর ভারত প্রকল্প’


বুধবার,০৯/০২/২০২২
547

সুন্দরবনের বাসিন্দাদের জঙ্গলের ওপর নির্ভরশীলতা কমিয়ে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে গত ২০১৮ সালে ‘আত্মনির্ভর ভারত প্রকল্পে’ দক্ষিণ ২৪ পরগনার গোসাবার বালি দ্বীপের বিজয়নগরের মহিলাদের নিয়ে ভারত সরকারের খাদি ও গ্রামোদ্যোগ আয়োগের উদ্যোগে রেশম সুতো তৈরির প্রশিক্ষণ শুরু হয়। আজ বিজয়নগরে ভারত সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ মন্ত্রকের অধীন একটি ওয়ার্কশেড ও কমন ফেসিলিটি সেন্টারর উদ্বোধন হল। উদ্বোধন করেন, খাদি ও গ্রামোদ্যোগ আয়োগের চেয়ারম্যান ভিনয় সাক্সেনা, আয়োগের পূর্বাঞ্চল সদস্য মনোজ সিং, কলকাতা অফিসের ডিরেক্টর ভি শিবকুমার। এদিন ৮৬ জন মহিলার হাতে চরকা তুলে দেওয়া হয়। এই প্রকল্পে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ১৪২ জনের কর্মসংস্থান হবে। এই প্রকল্পকে আগামী দিনে কাপড় তৈরির জন্য আহ্বান জানান চেয়ারম্যান। প্রকল্প ব্যয় ৮০ লক্ষ টাকা।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট