কালীঘাটে মানবিক উৎসব হাজির মালা রায়, সুপ্রিয় বিশ্বাস


মঙ্গলবার,১৫/০২/২০২২
912

আশ্রিতা ও কলরবের পক্ষ থেকে কালিঘাটে অনুষ্ঠিত হল মানবিক উৎসব। সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াল আশ্রিতা ও কলরব। মুল উদ্যোক্তা ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা মাস্টার বুক ইলেভেনের ডিরেক্টর সুপ্রিয় বিশ্বাস। দক্ষিণ কলকাতার সাংসদ তথা কলকাতা পুরসভার চেয়ারম্যান মালা রায়, কলকাতা পুরসভার মেয়র পারিষদ সন্দীপরঞ্জন বক্সী, বিশিষ্ট সমাজসেবী কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। এদিন দুঃস্থ দরিদ্র মানুষদের হাতে তুলে দেওয়া হয় শীতের কম্বল। পাশাপাশি দুস্থ দরিদ্র পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয় স্কুল ব্যাগ সহ শিক্ষাসামগ্রী। স্কুৃল পড়ুয়ারা বসে আঁকো প্রতিযোগিতাতেও অংশগ্রহন করে। তাদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। দুস্থঃ মানুষদের সেবায় সবসময় নিজেকে নিয়োজিত রেখেছেন মাস্টার বুক ইলেভেনের ডিরেক্টর তথা সমাজসেবী সুপ্রিয় সরকার। নদিয়ার রানাঘাটের এই যুবক সবসময় ছুটে যান মানুষের পাশে। কখনও কলকাতার কালিঘাটে দরিদ্র মানুষের পাশে দাঁড়াচ্ছেন তো কখনও নদিয়ার প্রত্যন্ত গ্রামে। এদিন কালিঘাটের আশ্রিতা ও কলরবের সেবামূলক কর্মসূচির অনুষ্ঠানের মঞ্চ থেকে সুপ্রিয় বিশ্বাস বলেন, যখনই মানুষের বিপদ বা দুখঃ দুর্দাশা দেখবেন তাদের পাশে গিয়ে দাঁড়াবেন। অনুষ্ঠানে উপস্থিত সাংসদ মালা রায় থেকে মেয়র পারিষদ সন্দীপরঞ্জন বক্সী বা সমাজসেবী কুমার সাহা প্রশাংশায় ভরিয়ে তোলেন এই তরুণ উদ্যোগপতিকে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট