কবিতা : অত্যাচারিত শৈশব


বৃহস্পতিবার,১৭/০২/২০২২
6009

বিমল চন্দ্র পাল

অফিস ফেরৎ মা বাবা বিনোদন রত ,
আমাকে করে মোবাইল নেশা গ্রস্ত ।
দিনে দিনে আমার মস্তিষ্ক যায় শুকিয়ে
মানসিক রোগী হতে থাকি শিশু সমস্ত।

আমার খেলার সাথী ফিরিয়ে দাও
রক্ত মাংসের বন্ধুদের সাথে চাই খেলতে,
আমার কষ্ট বোঝোনা কেন তোমরা
আমাকে মুক্ত করো একথাটাই চাই বলতে।

কেউ আমাকে খেলার কথা বলেনা
শূধু নাচ,গান,ছবি আঁকা আর বই পড়া,
মনের আনন্দ কবে গেছে হারিয়ে
আমি যেন যন্ত্র, ইট কাঠ পাথরে গড়া।

আমার মনের কথা বোঝার নেই কেউ
হতে হবে সকল বিষয় এক নম্বর,
আমার কথা কেউ ভাবেনা কখনো
আমি যেন দূর্বার গতিশীল এক সম্বর!

বিমল চন্দ্র পাল
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট