রাজ্য সরকার মধ্য কলকাতার কলেজ স্ট্রিটের ঐতিহাসিক কফি হাউসের সংস্কারে দশ লক্ষ টাকা দিয়েছে। দীর্ঘ কোভিড পরিস্থিতির কারণে অর্থের অভাব হওয়ায় ভবনটি সংস্কারের জন্য আর্থিক সহায়তা চেয়ে কফি হাউজ কর্মী সংগঠনের তরফে এর আগে রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছিল। সেই আবেদন বিচার করেই রাজ্য সমবায় দপ্তর থেকে সম্প্রতি তাঁদের হাতে এই টাকা তুলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
কলেজ স্ট্রিটের ঐতিহাসিক কফি হাউসের সংস্কারে দশ লক্ষ টাকা
শনিবার,১৯/০২/২০২২
724

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: