আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে বর্ধমান শহরে এক পদযাত্রার আয়োজন করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়সহ বিশিষ্ট সাহিত্যিক মনীষীদের ছবিসহ প্ল্যাকার্ড হাতে অন্যান্যদের সঙ্গে পদযাত্রায় পা মেলান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। উপস্থিত ছিলেন, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় প্রমুখ। টাউন হল থেকে পদযাত্রা শুরু হয়ে শেষ হয় রাজবাটীতে। সেখানে শহীদ বেদীতে মাল্যদান করে ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে শ্রদ্ধা জানানো হয়।
Auto Amazon Links: No products found.