নবরূপে সজ্জিত ইসকন মন্দির গতকাল থেকে ভক্ত ও দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে


মঙ্গলবার,২২/০২/২০২২
1068

উত্তর কলকাতার গৌরী বাড়ি লেনের প্রাচীন ইসকন মন্দির সংস্কার করার পর নবরূপে সজ্জিত ইসকন মন্দির গতকাল থেকে ভক্ত ও দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। নবরূপে সংস্কার হওয়া ওই ইসকন মন্দিরের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। উপস্থিত ছিলেন ইসকন মঠের সাধু-সন্ন্যাসীরা। শশী পাঁজা বলেন সারাবিশ্বে ইসকনের ভক্তরা রয়েছেন। নবরূপে তৈরি এই মন্দির ইসকনের ভক্তদের পাশাপাশি কলকাতা ও সারা ভারতের গৌরব বলে তিনি মন্তব্য করেন।উল্লেখ্য, গৌরী বাড়ি লেনে ১৯১৮ সালের প্রথম দিকে ইসকনের প্রথমে এই মঠ প্রতিষ্ঠিত হয় বলে ইসকন মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট