আগামীকাল রাজ্যের ১০৮টি পুরসভার মধ্যে মালদা জেলার দু’টি পুরসভার ভোট গ্রহণ করা হবে। দু’টি পুরসভার মোট ৪৯টি ওয়ার্ড। মোট ভোটারের সংখ্যা ২ লক্ষ ১৪ হাজার ৩১। এর মহিলা ভোটার ১০৮৫৭৮, তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৯ জন। আজ মালদা কলেজের ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে ভোটগ্রহণের সরঞ্জাম বিলি করা হচ্ছে। প্রত্যেকটি পুরসভার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভোটকর্মীরা কোভিড বিধি মেনে ভোট গ্রহণ করবেন। প্রত্যেক বুথেই থাকছে CC ক্যামেরার নজরদারি। দুই পুরসভা মিলিয়ে মোট ভোটকর্মী রয়েছেন ১৩৪২ জন। মোট বুথ এর সংখ্যা ২৬৯ টি। এর মধ্যেই ৫৪ টি রয়েছে স্পর্শকাতর বুথ এবং পুরাতন মালদা পুরসভা এলাকার ৪টি বুথকে অতি স্পর্শকাতর বুথ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মোট ১০০০ জন পুলিশ কর্মী নিয়োগ করা হয়েছে।
১০৮টি পুরসভার মধ্যে মালদা জেলার দু’টি পুরসভার ভোট গ্রহণ
শনিবার,২৬/০২/২০২২
542