স্থায়ী ঠিকানা পেল আন্তঃর্জাতিক কলকাতা বইমেলা


শুক্রবার,০৪/০৩/২০২২
1649

স্থায়ী ঠিকানা পেল আন্তঃর্জাতিক কলকাতা বইমেলা। সেন্ট্রাল পার্কের মেলা প্রাঙ্গণ এখন থেকে বইমেলা প্রাঙ্গণ হিসেবে পরিচিতি লাভ করল। রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তর নাম পরিবর্তনের নোটিফিকেশন জারি করেছে। শুক্রবার রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সেই নোটিফিকেশনের কপি গিল্ড কর্তাদের হাতে তুলে দেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে ঘোষণা করেছিলেন সেন্ট্রাল পার্কের মেলা প্রাঙ্গণ বইমেলা প্রাঙ্গণ হিসাবে নামকরণ করা হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মত পুর ও নগর উন্নয়ন দপ্তর নোটিফিকেশন জারি করে তা বাস্তবায়িত করল। রাজ্যের এই তৎপরতায় খুশি বইমেলার আয়োজকরা। গিল্ডের অন্যতম দুই কর্তা ত্রিদিব চট্টোপাধ্যায় ও সুধাংশু শেখর দিয়ে বলেন এটা একটা ঐতিহাসিক ঘটনা। বইমেলা বহু বছর ধরে চললেও তার স্থায়ী কোন ঠিকানা ছিল না। এখন আর নতুন করে কখনো জায়গা বদল করতে হবে না। রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ মত তারা নোটিফিকেশন জারি করে সেন্ট্রাল পার্কের নামকরণ বইমেলা প্রাঙ্গণ করেছে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট