হোলি ও দোলে যাত্রী ভিড়ের কথা বিবেচনা করে শিয়ালদা- গোরক্ষপুর এক জোড়া বিশেষ ট্রেন


মঙ্গলবার,১৫/০৩/২০২২
406

হোলি ও দোলে যাত্রী ভিড়ের কথা বিবেচনা করে পূর্ব রেল শিয়ালদা- গোরক্ষপুর এক জোড়া বিশেষ ট্রেন চালাবে। ০৩১৩১ শিয়ালদা- গোরক্ষপুর হোলি স্পেশাল ভায়া ডানকুনি, আগামীকাল রাত ১১টা ৫৫ মিনিটে শিয়ালদা থেকে ছেড়ে পরদিন বিকেল সাড়ে পাঁচ টায় গোরক্ষপুর পৌঁছাবে। ০৩১৩১ গোরক্ষপুর – শিয়ালদহ হোলি স্পেশাল ভায়া ডানকুনি বৃহস্পতিবার গোরক্ষপুর ছেড়ে পরদিন দুপুর ১টা ১৫ মিনিটে শিয়ালদা পৌঁছাবে। উভয় অভিমুখে পূর্ব রেলের আওতা ভুক্ত বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর, এবং Jasidih স্টেশনে থামবে। ট্রেন দু’টিতে বাতানুকুল তিন টিয়ার ও স্লিপার ক্লাস থাকবে, এবং স্পেশাল ট্রেনের চার্জ প্রযোজ্য হবে। ততকাল’ও কোনো রকম কোন ছাড় এর সুবিধা পাওয়া যাবে না বলে পূর্ব রেল সূত্রের খবর।আজ থেকেই আসন সংরক্ষণ শুরু হয়েছে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট