হুগলীর সিঙ্গুরের দেশাপাড়া প্রাইমারি স্কুলের বিল্ডিং নতুনভাবে তৈরি করে স্কুলে পড়াশোনার সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার দাবীতে আজ শিক্ষকদের ঘরে আটকে রেখে রাস্তা অবরোধ স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের। অবরোধে পড়ুয়াদের রাস্তায় নামায় অভিভাবিকারা। পাশাপাশি স্কুল পড়ুয়া এবং অভিভাবিকারা বৈদবাটি তারকেশ্বর রাস্তা অবরোধ করে। অবরোধের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। অভিভাবকদের অভিযোগ দীর্ঘ দিন ধরে দেশাপড়া প্রাইমারি স্কুলের বেহাল দশা। স্কুলে বন্ধ পঠন-পাঠন। গাছ তলায় রোদে ক্লাস হচ্ছে।
Auto Amazon Links: No products found.