কলেজে ভর্তি নিয়ে দুর্নীতি রুখতে রাজ্য সরকার কেন্দ্রীয় ভাবে অনলাইন পদ্ধতিতে কলেজে ভর্তির বিষয় নিয়ে ভাবনা চিন্তা করছে। উচ্চশিক্ষা দপ্তরের সুপারিশ মেনে নিয়ে নবান্ন থেকে ইতিমধ্যেই এই বিষয়ে সবুজ সংকেত দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। উচ্চশিক্ষা দপ্তরের আধিকারিকরা আগামী সপ্তাহে এই নিয়ে বৈঠকে বসবে বলে সূত্রের খবর।এই পদ্ধতিতে একটি বিশ্ববিদ্যালয়ের অধীনে যতগুলি কলেজ রয়েছে তার সবকটির ক্ষেত্রে ছাত্র ছাত্রীদের উচ্চমাধ্যমিকে পাওয়া নম্বরের ভিত্তিতে বিভিন্ন বিভাগের জন্য কেন্দ্রীয় ভাবে একটি করে মেধা তালিকা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাত্র-ছাত্রীরা তাঁদের Rank অনুযায়ী বিভিন্ন কলেজে ভর্তি হতে পারবেন। বর্তমানে ভর্তির ক্ষেত্রে বিভিন্ন কলেজের জন্য আলাদা ভাবে ছাত্র-ছাত্রীদের অনলাইনে আবেদন করতে হয়।
দুর্নীতি রুখতে রাজ্য সরকার কেন্দ্রীয় ভাবে অনলাইন পদ্ধতিতে
রবিবার,০১/০৫/২০২২
542