বিরোধী শূণ্য বিধানসভায় পাশ হল ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট ইউনিভারসিটি ল’জ বিল


মঙ্গলবার,১৪/০৬/২০২২
441

বিরোধী শূণ্য বিধানসভায় পাশ হল ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট ইউনিভারসিটি ল’জ বিল, ২০২২। এই বিলের প্রেক্ষিতে রাজ্যের বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলিতে ভিজিটর পদে রাজ্যপালের পরিবর্তে বসবেন শিক্ষামন্ত্রী। আলোচনায় অংশ নিলেও শেষ পর্বে বিলের বিরোধিতা করে সভা ওয়াক আউট করে বিজেপি। মঙ্গলবার বিধানসভায় পাশ হল ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট ইউনিভারসিটি ল’জ (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২২।রাজ্যের বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলির ক্ষেত্রে ভিজিটর পদে রাজ্যপালের পরিবর্তে শিক্ষামন্ত্রীকে বসানো নিয়ে সংশোধনী বিল এদিন বিধানসভায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু উত্থাপন করেন। বিলের পক্ষে ও বিপক্ষে বিতর্কে অংশ নেন শাসক ও বিরোধী দলের বিধায়করা। এদিনও বিজেপির পক্ষ থেকে দাবি করা হয় বিলে সই করবেন না রাজ্যপাল। যা নিয়ে কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূল নেতা তথা বিধায়ক তাপস রায়।

আলোচনার শেষ পর্বে বিলের বিরোধিতা করে সভা ওয়াকআউট করে বেরিয়ে যায় বিরোধী বিজেপি বিধায়করা। যা নিয়ে কটাক্ষ করেন তৃণমূলের বিধায়করা। বিরোধী শূণ্য বিধানসভায় পাশ হয়ে যায় বিলটি।ইতিমধ্যেই রাজ্য মন্ত্রীসভা বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলিতে ভিজিটর পদে রাজ্যপালের পরিবর্তে শিক্ষামন্ত্রীকে বসানোর সিদ্ধান্তে শিলমোহর দিয়েছে। তা আইনে রূপ দিতে এদিন বিধানসভায় বিল পেশ হয়। এদিকে সাসপেন্ডেড সাত বিজেপি বিধায়কের সাসপেন্সন প্রত্যাহারের বিষয়টি ঝুলেই রইল। বিজেপির পক্ষ থেকে নতুন করে ত্রুটি মুক্ত মোসন মঙ্গলবার জমা দেয়নি অধ্যক্ষের কাছে। তবে এই ইস্যুতে বিজেপির ধর্ণা অব্যাহত।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট