বাংলাকে ১৭৪ রানে হারিয়ে মধ্য প্রদেশ রঞ্জি ট্রফির ফাইনালে উঠেছে। জয়ের জন্য বাংলার প্রয়োজন ছিল ৩৫০ রান। বেঙ্গালুরুর আলুরে পাঁচ দিনের সেমিফাইনালের আজ শেষ দিনে বাংলার দ্বিতীয় ইনিংস ১৭৫ রানে শেষ হয়ে যায়।অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ৭৮ রান করেছেন। খেলার সংক্ষিপ্ত স্কোর – মধ্য প্রদেশ ৩৪১ ও ২৮১, বাংলা ২৭৩ ও ১৭৫ রান।ফাইনালে মধ্য প্রদেশ, মুম্বাইএর বিরুদ্ধে খেলবে।অপর সেমিফাইনালে মুম্বাই, উত্তর প্রদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে ফাইনালে উঠেছে।
Auto Amazon Links: No products found.