স্পাইস জেটের পাটনা থেকে দিল্লীগামী একটি বিমান আজ বেলা সাড়ে ১২-টা নাগাদ, পাটনা বিমান বন্দর থেকে ওড়ার পরই তাঁর বাঁদিকের ডানায় আগুন জ্বলতে দেখা গেলে সঙ্গে সঙ্গে বিমানটিকে আপতকালীন অবতরণ করানো হয়। ১৮৫ জন যাত্রীর সবাইকেই নিরাপদে বিমান থেকে বের করে আনা হয়। পাখীর ধাক্কায় এই বিপত্তি বলে মনে করা হচ্ছে।