বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির পরিষদীয় দল গতকাল রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করে বিলগুলিতে অনুমোদন না দেওয়ার আবেদন জানায়। তাদের অভিযোগ, রাজ্য সরকার আইন মেনে চলছে না। বিরোধী দলনেতা পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, সোমবারও বেআইনিভাবে বিধানসভায় ট্যাক্সেশন ট্রাইবুনাল বিল পাস করানো হয়েছে। মুখ্যমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে বসানো সংক্রান্ত বিল প্রসঙ্গে শুভেন্দু বলেন, পুঞ্চি কমিশনের রিপোর্ট অনুযায়ী রাজ্য সরকার,শাসক দল ও বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ দলের বিশ্ববিদ্যালয়ের আচার্য পরিবর্তন করার কোন এক্তিয়ার নেই।