কলকাতা হাইকোর্ট সারদা গোষ্ঠীর বাকি সম্পত্তি বিক্রি করে আমানতদারীদের টাকা ফেরানোর দায়িত্ব বিচারপতি শৈলেন্দ্র প্রসাদ তালুকদার কমিটির হাতে তুলে দিয়েছেন। হাইকোর্টের দুই বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও শুভেন্দু সামন্তর ডিভিশন বেঞ্চ গতকাল এই নির্দেশ দেন। CBI, ED এবং রাজ্যের হেফাজতে থাকা সারদার সম্পত্তি তালুকদার কমিটির হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়ে বিচারপতিরা বলেন, কমিটি সেগুলি সেবির মাধ্যমে বিক্রি করে আমানতদারীদের টাকা ফেরানো ব্যবস্থা করবে। আদালতের এই নির্দেশে আমানতদারীরা আসার আলো দেখছে।