বিশ্বজুড়ে আর্থিক মন্দার পরিস্থিতির কথা মাথায় রেখে বাংলাদেশ সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। দেশটির অর্থ বিভাগ থেকে জারি করা এক নির্দেশিকায়, সব সরকারি ও স্বশাসিত সংস্থায় নতুন যানবাহন কেনার উপর আপাতত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর মধ্যে নতুন বিমান এবং জাহাজে রয়েছে। এছাড়াও বিভিন্ন সরকারি সংস্থাকে বিনোদনমূলক খরচের কেবল ৫০ শতাংশই ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।