ভারত ও ইংল্যান্ডের মধ্যে T20 সিরিজের প্রথম ম্যাচ আজ সাদাম্পটনে অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত সাড়ে দশটায়। কোভিড সংক্রমণের জন্য রোহিত শর্মা এজবাস্টন টেস্টে খেলতে পারেননি। সীমিত ওভারের ম্যাচের সিরিজে তিনি ভারতীয় দলের নেতৃত্বের দায়িত্বে ফিরতে চলেছেন। বিরাট কোহলি,জসপ্রীত বুমরা,শ্রেয়স আইযার, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজাকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে।দ্বিতীয় ম্যাচে তারা দলে যোগ দেবেন। তাদের অনুপস্থিতিতে তরুণ ক্রিকেটারদের সামনে নিজেদের প্রমাণ করার সুযোগ থাকছে।তিনটি টি- টোয়েন্টি ম্যাচের সিরিজের পর ভারত ও ইংল্যান্ডের মধ্যে তিনটি একদিনের ম্যাচের সিরিজ শুরু হবে।
Auto Amazon Links: No products found.