ইস্ট টেক ২০২২ আজ থেকে কলকাতায় শুরু


বৃহস্পতিবার,০৭/০৭/২০২২
2606

প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় কমান্ডের উদ্যোগে আধুনিক সমরাস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জামের প্রদর্শনী ইস্ট টেক ২০২২ আজ থেকে কলকাতায় শুরু হয়েছে। নিউ টাউনের ‘বিশ্ব বাংলা’ মেলা প্রাঙ্গণে সেনা, সোসাইটি অফ ইন্ডিয়ান ডিফেন্স ম্যানুফ্যাকচারারস এবং কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ -সিআইআইয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ওই প্রদর্শনীতে DRDO, বিভিন্ন রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদক সংস্থার পাশাপাশি প্রতিরক্ষা ক্ষেত্রের সঙ্গে যুক্ত গোটা দেশের ২০০র বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থা এবং স্টার্ট-আপ তাঁদের উৎপাদিত অত্যাধুনিক সমরাস্ত্র এবং সরঞ্জাম নিয়ে উপস্থিত হয়েছে। যার মধ্যে ন্যানো টেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্স, জৈব রাসায়নিক যুদ্ধাস্ত্র, মনুষ্যবিহীন সামরিক সরঞ্জাম ইত্যাদি রয়েছে। প্রদর্শনীর উদ্বোধন করে পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আরপি কলিতা। অনুষ্ঠানে রাজ্য প্রশাসন, এসআইডিএম, সি আই আই ছাড়াও সেনাবাহিনী ও বিভিন্ন আধা সামরিক বাহিনীর কর্তারা উপস্থিত ছিলেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট