সৌদি আরবে আজ পাঁচ দিনব্যাপী বার্ষিক হজ যাত্রার সূচনা হবে। এ বছর ভারত থেকে ৭৯ হাজারেরও বেশি তীর্থযাত্রী হজ যাত্রায় অংশ নিচ্ছেন। পবিত্র শহর মক্কা থেকে যাত্রা শুরু হবে। এর জন্য তীর্থযাত্রা মিনায় হাজির হয়েছেন। সেখানেই রাত কাটিয়ে, আগামীকাল ভোরে তাঁরা আরাফত উপত্যকার উদ্দেশ্যে রওনা হবেন। ৬৫ বছরের কম বয়সী এবং ভ্যাকসিনের সম্পূর্ণ ডোজ নেওয়া ব্যক্তিরাই এবছর হজ যাত্রায় অংশ নিতে পেরেছেন
Auto Amazon Links: No products found.