বিধানসভায় কর্মী নিয়োগে দুর্নীতি হয়েছে: শুভেন্দু


বৃহস্পতিবার,০৭/০৭/২০২২
277

বিধানসভায় কর্মী নিয়োগে দুর্নীতি হয়েছে বলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগকে কেন্দ্র করে সরকারপক্ষ ও বিরোধীদের মধ্যে তরজা তুঙ্গে উঠেছে। বিধানসভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, ২০১১ সাল থেকে বিধানসভার নিয়োগেও দুর্নীতি হয়েছে। তাঁদের হাতে এ বিষয়ে সুস্পষ্ট তথ্য প্রমাণ আছে। মূলত বিধানসভায় গ্রুপ-ডি পদে বহাল হওয়া অনেকেই বিধানসভায় বহাল হয়েছেন যাঁরা ভুয়ো মার্কশিট দিয়ে চাকরি পেয়েছেন বলে বিরোধী দলনেতার অভিযোগ। অভিযোগ উড়িয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, বিধানসভার গ্রুপ-ডি পদে নিয়োগের ক্ষেত্রে সব নিয়ম মানা হয়েছে। পুলিশ ভেরিফিকেশন যেমন হয়েছে, তেমনই মেডিকেল পরীক্ষাও হয়েছিল। এমন অভিযোগ তুলে বিরোধী দলনেতা রাজ্যের মানুষকে বিভ্রান্ত করছেন।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট