নাগরিকত্ব আইন-২০০৬ সংশোধনের জন্য আনা বিলটি নেপাল সরকার প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে এই বিলটি সংসদের বিবেচনাধীন। নেপালের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী গোবিন্দ কৈরালা বলেন, মন্ত্রিসভা গতকাল সংসদ থেকে বিলটি প্রত্যাহার করে নেওয়ার পাশাপাশি বর্তমান খসড়ার কিছু সংস্থান বাদ দিয়ে একটি নতুন আইন তৈরি করারও সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলির সম্মতি পেলেই নতুন বিলটি সংসদে পেশ করা হবে।
Auto Amazon Links: No products found.