দেশের সেরা ৩৭টি খনির মধ্যে ২২টিতেই একশো শতাংশেরও বেশি কয়লা উৎপাদন


বৃহস্পতিবার,০৭/০৭/২০২২
275

কয়লা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, গত বছর জুনের তুলনায় এ বছরের জুনে দেশের কয়লা উৎপাদন ৩২ দশমিক ৫/৭ শতাংশ বেড়ে ৬ কোটি ৭০ লক্ষ টন ছাড়িয়ে গেছে। এই সময়ে, কয়লা সরবরাহের পরিমাণও প্রায় একুশ শতাংশ বেড়ে ৭ কোটি ৫০ লক্ষ টনেরও বেশি হয়েছে বলে মন্ত্রক সূত্রে জানান হয়েছে । এতে বলা হয়েছে, দেশের সেরা ৩৭টি খনির মধ্যে ২২টিতেই একশো শতাংশেরও বেশি কয়লা উৎপাদন হয়েছে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট