উত্তর চব্বিশ পরগনার পানিহাটির স্টেট জেনারেল হাসপাতালের জেনারেল ওয়ার্ডে আজ এক কোভিড রোগী ভর্তিকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়ায়। আতঙ্কিত হয়ে ভোররাতে সেলাইনের বোতল, লাগানো অবস্থায় বাইরে বেরিয়ে পড়েন চিকিৎসাধীন রোগীরা। বিক্ষোভের খবর পেয়ে তড়িঘড়ি ঐ রোগীকে পার্শবর্তী বিল্ডিং-এ স্থানান্তর করে পৃথক ভাবে রাখা হয়। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, গত রাতে লক্ষ্মীনারায়ণ দাস নামে বরানগরের বাসিন্দা বছর ৬৭-র এক কোভিড রোগীকে পানিহাটি হাসপাতালের মহিলা জেনারেল ওয়ার্ডে ভর্তি করেন তার পরিবারের লোকজন।এই খবর অন্যান্য রোগীর মধ্যে জানাজানি হওয়াতে ব্যাপক আতঙ্ক দেখা দেয়।