বিধানসভায় হিসেব রক্ষা বা পাবলিক অ্যাকাউন্টস কমিটির প্রথম বৈঠকে আজ নতুন চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণী অনুপস্থিত ছিলেন। তার বদলে বৈঠক পরিচালনা করেন কমিটির প্রবীণ সদস্য তৃণমূলকংগ্রেসের বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। উল্লেখ্য,মুকুল রায়ের পর রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে PAC-র চেয়ারম্যান করা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এ ব্যাপারে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আবার ও বলেন খাতায়-কলমে কৃষ্ণ কল্যাণী অন্য দলে যোগ দিয়েছেন বলে তার জানা নেই। তাঁর বক্তব্য যা করা হয়েছে তা আইন মেনেই ।
Auto Amazon Links: No products found.