জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের শেষকৃত্য মঙ্গলবার অনুষ্ঠিত হবার কথা । ৬৭ বছর বয়সী আবে গতকাল এক আততায়ীর ছোঁড়া গুলিতে প্রাণ হারান। জাপানের ক্ষমতাসীন দল এলডিপির হয়ে নির্বাচনী প্রচার চালানোর সময় আততায়ী তেতসুয়া ইমাগামি তাঁকে গুলি করে। আজ শিনজো আবের বাসভবনে তাঁর মরদেহ রাখা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নতুন দিল্লিতে জাপানের দূতাবাসে যান এবং ভারতে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাতোশি সুজুকির হাতে শোকবার্তা তুলে দেন।
Auto Amazon Links: No products found.