২০২১-২০২২ সালের জুলাই মাস পর্যন্ত যাদের মোবাইল ফোন ছিনতাই ও হারিয়ে গিয়েছিল তাদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করে মহিষাদল থানার পুলিশ। গতকাল মহিষাদল থানার অফিসার ইনচার্জ প্রলয় কুমার চন্দ্র সাংবাদিক বৈঠক করে আবেদনকারীদের হাতে মোবাইলগুলি তুলে দেন। উপস্থিত ছিলেন হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার শ্রদ্ধা পান্ডে, এস.ডি.পি.ও রাহুল পান্ডে, মহিষাদল থানার চক্র পরিদর্শক মানবেন্দ্রনাথ পাল।