রাজ্যের সচিবালয় নবান্নের নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করতে মেট্রো রেলের আদলে প্রবেশ দ্বারে স্মার্ট গেট বসানো হচ্ছে। মেট্রো স্টেশনে প্রবেশের জন্য যেমন বিশেষ কার্ড বা কুপন লাগে, একই ভাবে নবান্নের ক্ষেত্রেও সেই প্রযুক্তি ব্যবহার করা হবে। এবার থেকে নবান্নে ঢুকতে গেলে কর্মীদেরও বিশেষ কার্ড ব্যবহার করতে হবে, যার মাধ্যমে তাঁরা ভিতরে প্রবেশ করতে পারবেন। জানা গিয়েছে, পূর্ত দপ্তরের সিভিল বিভাগ এবং তথ্য প্রযুক্তি বিভাগের যৌথ উদ্যোগে এই স্মার্ট গেট বসানোর কাজ শুরু হয়েছে।ইতিমধ্যেই নবান্নে প্রবেশের পেছনের দরজায় জোর কদমে গেট বসানোর কাজ চলছে। খুব শীঘ্রই সেই কাজ সম্পূর্ণ হবে বলে খবর।
মেট্রো রেলের আদলে নবান্নের প্রবেশ দ্বারে স্মার্ট গেট
শনিবার,৩০/০৭/২০২২
1193

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: