দেবযানী মুখোপাধ্যায়কে সিআইডি-র হুমকি ?


বৃহস্পতিবার,০৮/০৯/২০২২
381

সারদা কেলেঙ্কারিতে প্রায় ১০ বছর ধরে জেলে বন্দী দেবযানী মুখোপাধ্যায়কে সিআইডি-র হুমকি দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। দেবযানীর মা শর্বরী মুখার্জী, সিবিআই-কে চিঠি দিয়ে এই অভিযোগ করেছেন। তিনি জানিয়েছেন, গত ২৩ শে আগস্ট সিআইডি-র এক আধিকারিক দমদম সংশোধনাগারে তার মেয়ের সঙ্গে দেখা করেন। বর্তমানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীকে তার উপস্থিতিতে সুদীপ্ত সেন ৬ কোটি টাকা দিয়েছিলেন বলে বয়ান দেওয়ার জন্য দেবযানীর ওপর চাপ সৃষ্টি করেন তিনি। অন্যথায় আরও ৯ টি মামলায় তাকে অভিযুক্ত করার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন দেবযানীর মা। সিআইডি-র তরফে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, জয়নগর থানার একটি মামলায় তদন্তকারী অফিসার ২৩ শে আগস্ট দমদম সংশোধনাগারে এক মহিলা কর্মীর উপস্থিতিতে দেবযানীর সঙ্গে দেখা করেছিলেন। আদালতের কাছ থেকে অনুমতি নিয়েই তিনি সেখানে যান। দেবযানীর মায়ের আনা অভিযোগ অসত্য ও ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছে সিআইডি।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট